গাজীপুরে ডিভাইন ফেব্রিক্স কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুর কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকার ডিভাইন ফেব্রিক্স লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৪ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার, মির্জাপুর ও ডিবিএলসহ মোট সাতটি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কারখানার শ্রমিক স্বপন খান বলেন, ‘নিচ তলায়  ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। দ্বিতীয় তলায় সুইং ফিনিসিং এবং তৃতীয় তলায় সুইং সেকশন। প্রতিটি কক্ষেই প্রচুর ফেব্রিক্স রয়েছে।’

কারখানায় কোন কোন সেকশন চালু ছিল। কতজন কারখানায় কাজ করছিল এসব বিষয়ে জানতে ওই কারখানা কর্পতৃক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কাউকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ