কে হচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক?

ব্যক্তিগত এবং দলের বাজে পারফরম্যান্সের কারণে স্বেচ্ছায় টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক সৌরভ।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেই টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মুমিনুল।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন তা জানা যাবে বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা শেষে। এমনটিই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

সংবাদমাধ্যমকে টিটু বলেন, বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভা আছে, সেই সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সবার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তার আগে বলা মুশকিল কে হচ্ছেন টেস্ট দলের অধিনায়ক।

এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে বিসিবির এই পরিচালক বলেন, আমরা তো অবশ্যই চাইব অভিজ্ঞ একজনের কাঁধে টেস্ট দলের নেতৃত্ব দিতে। দেখা যাক, বোর্ড কী সিদ্ধান্ত নেয়।

ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার অভিযোগে ২০১৯ সালের শেষদিকে সাকিবকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সাকিব নিষিদ্ধ হওয়ার পর সেই বছরের অক্টোবরে মুমিনুলকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়।

মুমিনুলের নেতৃত্বে ১৭ টেস্টের মধ্যে বাংলাদেশ তিনটি টেস্ট জিতেছে, ড্র করেছে দুটি, হেরেছে ১২টিতে।

মুমিনুলের আগে সাকিব দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, জয় তিনটিতে ও হার ১১টিতে। এখনো গুঞ্জন রয়েছে টেস্ট দলের অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ