পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি ও কোমরে গামছা বেঁধে কৃষক সেজে ফেরারি আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ মার্চ) দুপুরে খুলনার বটিয়াঘাটা উপজেলার গোয়ালঘাটা মাঠের ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সেলিম শেখ। তিনি বটিয়াঘাটা উপজেলার গোয়ালঘাটা গ্রামের মো. আব্দুর রহমান শেখের ছেলে।
বটিয়াঘাটা থানার এএসআই মো. গোলাম রসুল জানান, আসামি মো. সেলিম শেখ প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় ২০২১ সালের ৭ জুন ৩ মাসের সাজাপ্রাপ্ত হন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। কিন্তু আদালতের পরোয়ানা পেয়ে তার সন্ধান শুরু করে পুলিশ।
এএসআই মো. গোলাম রসুল বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারি— আসামি সেলিম শেখ গোয়ালঘাটা মাঠে ধানক্ষেতে কাজ করছেন। পরে আমি কনস্টেবল মো. শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করি। আর এতে সহজে তাকে গ্রেপ্তার করতে সফল হই।’