ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। এ হামলায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার এই তথ্য জানিয়েছে কিয়েভের জরুরি পরিষেবাসেবা। খবর সিএনএনের।
শহরের জরুরি পরিষেবাসেবাগুলো বলছে, সেভচেঙ্কো জেলার একটি ১২ তলা আবাসিক ভবনে সকাল ৬টার দিকে রুশ বাহিনীর গোলা আঘাত হানে। এতে ওই ভবনটি ছাড়াও পাশের একটি ৯ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভবন থেকে ৩৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সকাল ৭টা ৪৫ মিনিটে ভবনের আগুন নিভে যায়। এর পর জীবিতদের সন্ধানে কাজ শুরু করে উদ্ধারকারীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওগুলোতে দেখা যায়, ভবন থেকে বাতাসে ধোঁয়ার বড় কুণ্ডলী উড়ছে। ইউক্রেনের কর্মকর্তারা সতর্ক করে বলেন, এটি রাজধানীর জন্য একটি ‘কঠিন এবং বিপজ্জনক’ মুহূর্ত।
এদিকে দুদিনের কারফিউয়ের মধ্যে বাংকার, ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র ও নিজেদের বাড়িতেই আশ্রয় নিচ্ছেন কিয়েভের বাসিন্দারা।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের ২১তম দিন।