কাভার্ডভ্যানে ধাক্কা লেগে মিনি ট্রাকের চালক ও হেলপার নিহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানে ধাক্কা লেগে মিনি ট্রাকের চালক শাহাদত হোসেন (৪৫) ও হেলপার ফারুক হোসেন (৪২) প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৭ টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক শাহাদত হোসেন পাবনা জেলার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের হাশেম ব্যাপারীর ছেলে।  হেলপার ফারুক হোসেন একই এলাকার নাগডেমরা গ্রামের মোজাহার আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ মো. দারা খাঁন জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুরাতন দরবেশপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানের পিছনে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ট্রাকটি কেটে চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ