এস-৫০০ মোতায়েনের নির্দেশ পুতিনের

এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কোর সামরিক কলেজ থেকে গ্র্যাজুয়েট করা একদল তরুণ ক্যাডেটের উদ্দেশে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় পুতিন এ নির্দেশ দেওয়ার কথা জানান। খবর তাসের।

এরই মধ্যে রুশ সামরিক বাহিনী এস-৫০০ মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে।

পুতিন বলেন, এস-৫০০ মোতায়েনের মধ্য দিয়ে সামরিক বাহিনীর যুদ্ধ-সক্ষমতা নির্ধারিত হবে।

তিনি আরও বলেছেন, রাশিয়ার সেনা ও নৌবাহিনীকে বছরের পর বছর— এমনকি কয়েক দশক ধরে যুদ্ধ করতে হতে পারে।

বিশ্বে এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সমান কোনো অস্ত্র নেই। দীর্ঘপাল্লার এই ব্যবস্থা তৈরি করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও বিমান ভূপাতিত করার জন্য। কিছু ক্ষেত্রে এ ব্যবস্থা স্যাটেলাইট বিধ্বংসী কাজেও ব্যবহার করা হবে।

এস-৫০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থার পাল্লা হলো ৬০০ কিলোমিটার এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ উড়ন্ত লক্ষ্যবস্তুকে হাইপারসনিক গতিতে বাধা দিতে পারে।

অত্যাধুনিক এই এস-৫০০ ব্যবস্থার নির্মাণকারী প্রতিষ্ঠান আলমাজ-অ্যান্টের প্রধান ইয়ান নভিকভ বলেন, এস-৫০০ হয়ে উঠবে রাশিয়ার সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা সক্ষমতার প্রাণপ্রদীপ। তিনি এপ্রিল মাসে জানিয়েছিলেন, এই ব্যবস্থা ধারাবাহিকভাবে উৎপাদন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ