পোর্ট এলিজাবেথের উইকেট শুষ্ক এবং ব্যাটিং বান্ধব। এমন ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। টস জয়ের সুযোগ নিয়ে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভালো শুরু করে। সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য কেবল এক উইকেট। খালেদ আহমেদের বলে লিটন দাস দুর্দান্ত ক্যাচ নিয়ে ফিরিয়েছেন সারেল আরউইকে। ফিফটি করে খেলছেন ডিন এলগার।
দক্ষিণ আফ্রিকা ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৭ রানে প্রথম সেশন করেছে। ওপেনার ও অধিনায়ক ডিন এলগার ৫৯ রানে খেলছেন। তার সঙ্গী কেগান পিটারসন করেছেন ২৪ রান। আরউই ফিরেছেন ২৪ রান করে।
সেইন্ট জর্জেস পার্কে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। ওপেনার তামিম এক বছর পরে টেস্ট একাদশে ফিরেছেন। তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম। প্রোটিয়ারা ডারবান টেস্টে জয়ী একাদশ নিয়ে খেলছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, সারেল আরউই, কেগান পিটারসন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভারাইনে, ওয়ান মুলদার, কেশব মহারাজ, সিমন হারমার, লিজার্ড উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ের।