পাকিস্তান দেশের যুদ্ধ ক্ষমতা উন্নত করার জন্য তাদের সব সময়কার মিত্র চীন থেকে পাওয়া অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমানগুলো শুক্রবার আনুষ্ঠানিকভাবে দেশটির বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের পাঞ্জাবের অ্যাটক জেলার বিমানবাহিনীর (পিএএফ) ঘাঁটি মিনহাস কামরায় নতুন যুদ্ধবিমানগুলো অন্তর্ভুক্ত করার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
ওই অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দুর্ভাগ্যবশত, এই অঞ্চলে একটি ভারসাম্যহীনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই ভারসাম্যহীনতা মোকাবেলার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় সংযোজন করা হয়েছে।
পাকিস্তানের বিমানবাহিনীতে এফ-১৬ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের দেওয়ার ৪০ বছর পর নতুন যুদ্ধবিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অভিহিত করেছেন ইমরান খান।
আধুনিক যুদ্ধবিমানের জন্য কয়েক বছর অপেক্ষায় থাকতে হয়। সেখানে মাত্র আট মাসের ব্যবধানে বিমান সরবরাহ করার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি।