ঢাকা অফিস: এবারের জাতীয় গ্রন্থমেলায় প্রবাসী সাংবাদিক খান লিটনের দুটি বই প্রকাশিত হয়। জার্মান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা খান লিটন এটিএন বাংলার জার্মান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ তিন দশক ধরে সাংবাদিকতায় জড়িত জার্মান প্রবাসী এই লেখক।
“জগাখিচুড়ী”এবং “poet Der politik”নামের বই দুটি প্রকাশ করেছে পারিজাত প্রকাশনী। সাংবাদিক খান লিটনের বইটির মোড়ক উন্মোচন করেন যথাক্রমে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
প্রবাসী সাংবাদিক খান লিটনের বই দুটি বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত জাতীয় গ্রন্থমেলায় বেশ সমাদৃত হয়েছে। খান লিটন জানান, তিনি লেখালেখি অব্যাহত রাখবেন এবং আগামী একুশের বই মেলায় তাঁর আরও বই প্রকাশের সম্ভাবনা রয়েছে।