এটিএম শামসুজ্জামান চলে যাওয়ার এক বছর

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান চলে যাওয়ার এক বছর পূর্ণ হলো আজ। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি নিজ বাসভবনে মারা যান স্বনামধন্য এ অভিনেতা।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল গণমাধ্যমকে জানিয়েছেন, ‌বাবার জন্য বাসায় মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া তিনি যেটা পছন্দ করতেন, কোরআন তিলাওয়াত ও এতিমদের খাওয়ানো-সে আয়োজনও রাখা হয়েছে।

আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান পর্দায় এটিএম শামসুজ্জামান নামেই পরিচিত ছিলেন। তিনি একাধারে অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যলেখক। ২০১৫ সালে একুশে পদক পেয়েছিলেন তিনি। পাঁচবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ