‘এক আইভীর ভয়েই ভীত থাকেন’

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আপনার দিন শেষ। আপনার মিথ্যাবাদিতা, নাটক, হঠকারিতা আমরা সবাই জানি। ত্বকী হত্যার বিচার চাওয়ার নাটক বাদ দিয়ে যদি সত্যি সত্যি মুসলমান হয়ে থাকেন, শ্মশান-কবরস্থানের নাটক বন্ধ করেন। আপনি জানেন কারা হত্যা করেছে। বরং হত্যাকারী আপনার ঘরের লোক। সৎ সাহস থাকলে সেই হত্যাকারীকে ধরিয়ে দিন। তখন আমি বুঝব আপনি বাংলাদেশের কত বড় নেতা।

সোমবার ত্বকী হত্যার ৯ বছর উপলক্ষে শহরের দেওভোগে শেখ রাসেল নগর পার্কে আয়োজিত শিশু সমাবেশে তিনি এসব কথা বলেন।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন- শিল্পী জাহিদ মুস্তাফা, অশোক কর্মকার, কবি ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম প্রমুখ।

সমাবেশে আইভী আরও বলেন, আপনার দিন অনেক ছোট হয়ে এসেছে। আপনি নিজেও বুঝতে পারেন আপনার পায়ের তলার মাটি নেই। সর্বক্ষণ চিন্তায় থাকেন কীভাবে মানুষকে বিপদে ফেলবেন। আপনি ছাত্র-সমাজকে ক্ষ্যাপাতে চাচ্ছেন। তোলারাম কলেজে ছাত্রদের বলেন আপনি জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছেন। আপনি তো ভীতু মানুষ, যখন তখন দেশ ছেড়ে চলে যান। যখনই সমস্যা হয় তখনই আপনি দেশের বাইরে চলে যান। দেশের বাইরে শত শত কোটি টাকা পাচার করেছেন, সব জায়গায় বাড়িঘর করেছেন। আবার চলে যাবেন। মার্চ মাস আসলেই আপনাদের পরিবারের ট্র্যাডিশন হয়ে গেছে,  কোনো না কোনোভাবে নারায়ণগঞ্জের মানুষকে ভয় দেখানো। নারায়ণগঞ্জের কেউ আপনাকে ভয় পায় না, একজন পথচারীও আপনাকে ভয় পায় না। এক লাখ, দুই লাখ মানুষের কাহিনী আর বলবেন না।

এ সময় তিনি বলেন, ‘এক আইভীকেই আপনি ঠেক দিতে পারেন না, লাখ লাখ লোক ঠেক দেবেন কোথা থেকে। একজন নারী আমি, আমার ভয়ে ভীত থাকেন সব সময়। সর্বক্ষণ এই চিন্তায় থাকেন আইভী কী করল। এটা না করে যদি আপনার এলাকার মানুষের উন্নয়নের সময় দিতেন তাহলে বহু মানুষ উপকৃত হতো। নারায়ণগঞ্জের নারীরা অত্যন্ত সাহসী, তারা আপনাকে ভয় পায় না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী আপনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, আপনি জানেন কাকে কখন কী করতে হবে। আপনার কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব আমাদের সন্তানের (ত্বকী) হত্যার বিচার করুন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ