ইসরায়েলের আগ্রাসন; রক্তের নদীর মধ্যে স্নাতক হলেন গাজার চিকিৎসকরা

ফিলিস্তিনি ভূখণ্ডের এক সময়ের বৃহত্তম হাসপাতালের ধ্বংসস্তূপের মধ্যে গাজায় ১৬৮ জন ফিলিস্তিনি চিকিৎসক তাদের উন্নত চিকিৎসা সনদ পেয়েছেন। বৃহস্পতিবার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে তাদের হাতে স্নাতক ডিগ্রির সনদ তুলে দেওয়া হয়। দুর্ভোগ, বাস্তুচ্যুতি ও গণহত্যার দুই বছরের অবিরাম ব্যস্ততার মধ্যে তারা পড়াশোনা চালিয়ে গেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুফ আবু আল-রেইশ এই অনুষ্ঠানটিকে ‘দুর্ভোগ, বোমাবর্ষণ ও রক্তের নদীর মধ্যে’ স্নাতক ডিগ্রি অর্জন হিসেবে বর্ণনা করেছেন। সনদ প্রদানের সময় অনুষ্ঠানে যুদ্ধে নিহত স্বাস্থ্যসেবা কর্মীদের ছবি সম্বলিত খালি চেয়ার রাখা হয়েছিল।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে আল-শিফা মেডিকেল কমপ্লেক্স বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রথমবার ২০২৩ সালের নভেম্বরে হামলা হয়। তখান হাসপাতালটির পরিচালক ডা. আবু সালমিয়াকে সাত মাস ধরে আটক রাখা হয়। পরে ২০২৪ সালের মার্চ মাসে কমপ্লেক্সটি ভয়াবহ ধ্বংসের সম্মুখীন হয়েছিল।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসাস হাসপাতালটিকে ‘মানব কবরসহ একটি খালি খোলস’ হিসেবে বর্ণনা করেছিলেন। হাসপাতালটি আংশিকভাবে সংস্কার হলেও বেশিরভাগ ধ্বংসস্তূপে পড়ে আছে। আল-শিফার ধ্বংস গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিরুদ্ধে ইসরায়েলের জিঘাংসার প্রমাণ মেলে।

গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে এই ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাত্র ১৮টি আংশিকভাবে কার্যকর রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ৮২৫টি হামলার নথিভুক্ত করেছে। এই হামলায় ৯৮৫ জন নিহত এবং প্রায় ২০০০ জন আহত হয়েছে। গত দুই বছরে ইসরায়েলি হামলায় ১৭২২ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলের অব্যাহত আক্রমণ, অধিকৃত পশ্চিম তীরে চলাচল ও বাণিজ্যের ওপর তীব্র বিধিনিষেধে ফিলিস্তিনের অভ্যন্তরীণ ও বহিরাগত আর্থিক সম্পদের তীব্র হ্রাস পেয়েছে। অর্থনীতি তীব্র মন্দায় পড়েছে এবং একটি বিপজ্জনক সীমার দিকে এগিয়ে যাচ্ছে।

প্যালেস্টাইন মনিটারি অথরিটির এক প্রতিবেদনে দেখা গেছে, অর্থনীতি সারাবছর ধরে গভীর মন্দার মধ্যে নিমজ্জিত ছিল। গাজার মোট দেশজ উৎপাদন ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে ৮৪ শতাংশ কমেছে। সামগ্রিক জিডিপির মাত্রা যুদ্ধ পূর্ববর্তী বেসলাইনের অনেক নিচে রয়ে গেছে।

ফিলিস্তিনি অর্থনীতিমন্ত্রী মোহাম্মদ আল-আমুর আল জাজিরাকে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি আমদানি-রপ্তানি রাজস্বের প্রায় ৪.৫ বিলিয়ন ডলার আটকে রেখেছে। যা অর্থনৈতিক মন্দা ত্বরাণ্বিত করেছে। ২০২৫ সালের নভেম্বরের শেষ নাগাদ মোট সঞ্চিত সরকারি ঋণ ১৪.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ফিলিস্তিনি গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল শুক্রবার ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরের পূর্বে তীব্র বিমান হামলা চালিয়েছে। গাজার পূর্বাঞ্চলে কামান নিক্ষেপ ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। খান ইউনিস জুড়ে কমপক্ষে চারটি বিমান হামলা চালানো হয়েছে, পাশাপাশি শহরের চারপাশে অবস্থানরত হেলিকপ্টার এবং ইসরায়েলি সামরিক যানবাহন থেকে ভারী গুলিবর্ষণ করা হয়েছে। রাফায় ইসরায়েলি হেলিকপ্টার আবাসিক এলাকায় গুলি চালিয়েছে। ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ খান ইউনিসের উপকূলে হামলা চালিয়েছে।

গত ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ৪০৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গত দুই বছরে হামলায় নিহত হয়েছে অন্তত ৭০ হাজার ৯৪২ ফিলিস্তিনি। গত নভেম্বরে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চ জানায়, গাজায় অন্তত এক লাখ ফিলিস্তিনি নিহত হওয়ার শঙ্কা রয়েছে।

সিরিয়ার মধ্যে তুরস্কের উপস্থিতি নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বাড়ছে। তুরস্ক সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার ভূখণ্ডের মধ্যে রাডার সিস্টেম মোতায়েন করার জন্য কাজ করছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এতে সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলের চলাচলের স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে সীমিত হবে। এই ক্ষমতা ইসরায়েলি বিমান বাহিনীর অপারেশনাল স্বাধীনতার ওপর বড় ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে। ইসরায়েল এটিকে হুমকি হিসেবে বর্ণনা করেছে। তথ্যসূত্র- আলজাজিরা ও আনাদুলু

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ