ডেস্ক রিপোর্ট: স্বদেশ বিদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন পত্রিকাটি ইতালির সর্বত্র ব্যাপক প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন। তার নির্দেশে স্বদেশ বিদেশ পত্রিকার মনফালকনে’র প্রতিনিধি হিসেবে ইসমাইল হোসেনকে মনোনীত করা হয়েছে। তিনি স্বদেশ-বিদেশ পত্রিকার পাঠক ফোরাম গঠন কল্পে ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। পত্রিকার নির্বাহী সম্পাদক নাজমুল হোসেন নতুন প্রতিনিধির হাতে স্বদেশ বিদেশ পত্রিকার পরিচয় পত্র তুলে দেন। এই সময় সেখানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা শাওন আহমেদ ও বশির আহমেদ।
স্বদেশ বিদেশ পত্রিকার মনফালকনে প্রতিনিধি ইসমাইল হোসেন জানান, তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মনোযোগী হবেন এবং মন ফালকনেসহ ওই অঞ্চলে একটি শক্তিশালী “স্বদেশ বিদেশ পাঠক ফোরাম”গঠন করতে উদ্যোগী হবেন। প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন উল্লেখ করে ইসমাইল হোসেন বলেন, পাসপোর্ট নবায়ন সংক্রান্ত সমস্যায় জর্জরিত ইতালি প্রবাসী বাংলাদেশীদের সহায়তা করতে স্বদেশ বিদেশ পত্রিকা বিশেষ ভূমিকা রাখবে। অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সকল কর্মসূচি বাস্তবায়নেও তিনি সহযোগিতা করবেন বলে জানান।
সমাজের বিভিন্ন মহল থেকে ইসমাইল হোসেনকে অভিনন্দন জানানো হয়েছে।
পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ স্বদেশ পত্রিকা মনফালকনে প্রতিনিধিকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, পত্রিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মো: জসিম উদ্দিনের নির্দেশনা মতে পত্রিকার সম্পাদকীয় নীতি পরিচালিত হবে। সমাজের অনিয়ম এবং বিশৃঙ্খলা নিরসনে এই পত্রিকা নিরপেক্ষভাবে কাজ করে যাবে বলেও পত্রিকাটির সম্পাদক মন্তব্য করেন।