ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই। পরষ্পরের রাজধানী লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে দু’পক্ষ।

এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী কাজ করছে বলে জানানোর পর সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে বলছে, মধ্য ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজছে। এর আগে ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভুপাতিত করার খবর দিয়েছিল দখলদার বাহিনী। পাশাপাশি ইরানের হামলায় কোন হতাহত হয়নি বলেও দাবি তেল আবিবের।

অপরদিকে, ইরানের রাজধানীজুড়ে পাওয়া গেছে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর। এতে, নতুন করে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন- আইআরআইবি’তে ব্যাপক হামলা চালায় আইডিএফ। এছাড়াও, পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের একটি হাসপাতালেও চলে ক্ষেপণাস্ত্র হামলা।

শুক্রবার থেকে চলমান হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২৪ ইসরায়েলির। অন্যদিকে তেলআবিবের হামলায় আড়াইশ’রও বেশি মৃত্যু হয়েছে ইরানে।

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ