‘ইরানের হামলার ভয়ে আতঙ্কিত ছিলেন ট্রাম্প’

ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর দেশটির প্রতিশোধমূলক হামলার ভয়ে আতঙ্কিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার ঘনিষ্ট বন্ধুদের এ কথা বলেছেন বলে মার্কিন লেখক পিটার বকের তার নতুন বই ‘দি ডিভাইডার’ এ কথা উল্লেখ করেছেন। খবর দ্যা গার্ডিয়ানের।

ট্রাম্পের নির্দেশে ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা।

সেসময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি কাসেম সোলাইমানিকে হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন।

এই ঘটনার পাঁচ দিন পর ইরানের সামরিক বাহিনী ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

একইদিন কুর্দিস্তানের এরবিলে অবস্থিত আরেকটি মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। তেহরান সে সময় বলেছিল, এটি হচ্ছে সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিনদের মুখে দেয়া প্রথম থাপ্পড়। আসল প্রতিশোধ নেয়া শেষ হয়নি।

এসব বিষয় নিয়ে মার্কিন লেখক পিটার বকের ও সুসান গ্ল্যাস বলেছেন, ট্রাম্প তার ফ্লোরিডার কয়েকজন বন্ধুকে বলছিলেন- তিনি প্রচণ্ড ভয় পাচ্ছেন, ইরান হয়ত এর প্রতিশোধ নিতে তাকে হত্যার চেষ্টা করতে পারে।

এজন্য তিনি ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফিরে যেতে চান, যাতে সেখানে তিনি নিরাপদে থাকতে পারেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ