ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ইসরাইল

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ইসরাইল। বুধবার (২ অক্টোবর) কর্মকর্তাদের সূত্রে এই তথ্য জানিয়েছে ইসরাইলি স্থানীয় গণমাধ্যম।

টাইমস অফ ইসরাইলের খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইল দেশটির তেল ও পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে। এছাড়া ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপরও হামলা হামলা হতে পারে।

ইরানের তেল স্থাপনার উপর হামলা দেশটির অর্থনীতিকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করতে পারে। ওই হামলা হলে চলমান গাজা যুদ্ধে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা বলে চিহ্নিত হবে।

এদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। এ সময় আরো সাতজন সৈন্য আহত হয়েছে। যে সব সৈন্য মারা গেছে, তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের।

লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরাইলি সেনাদের প্রতিহত করার দাবি করছে হিজবুল্লাহ। বুধবার দু’বার মুখোমুখি লড়াই হয়েছে বলে জানায় তারা। সংগঠনটির বক্তব্য, এগুলো যুদ্ধের প্রথম পর্যায়।

সূত্র : টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ