পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ও প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ব্যাপারে সুপ্রিমকোর্টে সোমবার শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চে এ শুনানি হবে। অন্য দুই বিচারপতি হলেন—বিচারপতি ইজাজুল আহসান এবং বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।
এর আগে রোববার সুপ্রিমকোর্টের মুখপাত্র বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ এবং এর পর পরই ইমরানের আহ্বানে প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়গুলো প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করছেন।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কর্মকাণ্ডের বিষয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণের পর আইনজীবী আসাদ রহিম বলেছেন, আদালতের আদেশ না হওয়া পর্যন্ত, পার্লামেন্টের অবস্থা দোদুল্যমান রয়েছে। তাই ইমরান খানের ভাগ্য সুপ্রিমকোর্টেই নির্ধারণ হতে পারে।