ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি আজ বৃহস্পতিবার নিলামে উঠানো হবে। বেলা ১১টায় ঢাকার ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে খোলা নিলামে বিক্রি করা হবে।
বুধবার ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ মাহবুব কবীর মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের নির্দেশনায় এসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাইকোর্টের আগের একটি নির্দেশনায় হাইকোর্টেরই একজন উপ-রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রারের তত্ত্বাবধানে এ নিলাম অনুষ্ঠিত হবে। এ ছাড়া নিলামকালে ইভ্যালির কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাওনাদারদের বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে।
ইভ্যালি ডটকম লিমিটেডের নামে নিবন্ধনকৃত এসব গাড়ির নিবন্ধন সনদ ও ট্যাক্স টোকেন ইভ্যালির বর্তমান পর্ষদের কাছে রয়েছে।
নিলামের তালিকায় রয়েছে একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রায়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এসব গাড়ির ন্যূনতম মোট মূল্য ঘোষণা করা হয়েছে দুই কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা।
এর মধ্যে ২০২০ সালে রেজিস্ট্রেশনকৃত রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা, ২০২১ সালের রেজিস্ট্রেশনকৃত টয়োটা প্রায়াসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, ২০২০ সালে রেজিস্ট্রেশনকৃত টয়োটা সিএইচআরের দর ১৮ লাখ, ২০২১ সালে রেজিস্ট্রেশন করা টয়োটা এক্সিওর দর নয় লাখ ১৮ হাজার, ২০২১ সালে রেজিস্ট্রেশন করা হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও ২০২০ সালে রেজিস্ট্রেশন করা টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।
প্রতারণাসহ নানা অভিযোগে গত বছরের ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। তারা দু’জন এখন কারাগারে।
হাইকোর্টের নির্দেশে গত ১৮ অক্টোবর ইভ্যালির পরিচালনার দায়িত্ব নেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ। ওই পর্ষদ গত তিন মাসে নয়টি বোর্ড সভার পাশাপাশি ইভ্যালির অর্থ ও সম্পদ উদ্ধারে নানামুখী কার্যক্রম নিয়েছে। পর্ষদ এ পর্যন্ত সিটি ও সাউথইস্ট ব্যাংকে থাকা ইভ্যালির দুটি অ্যাকাউন্ট এবং ২৪টি গাড়ি ও নয়টি গুদামের সন্ধান পেয়েছে।