ইতালী আওয়ামী লীগ নিয়ে লন্ডনে আলোচনা: একটি ইতিবাচক দিক

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান শেখ হাসিনা কাউন্সিলের মাধ্যমে গঠিত ইতালি আওয়ামীলীগের কমিটি প্রথমে মৌখিক এবং পরে লিখিত অনুমোদন দেবার পর পুরো ইউরোপে দলটিকে নিয়ে আলোচনা চলছে। দলের ইতিহাস সৃষ্টিকারী সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের প্রশংসায়
ইউরোপে বসবাসকারী দলীয় নেতাকর্মীরা। ইতালি থেকে বিপুল সংখ্যক আওয়ামীলীগ নেতা এখন স্থায়ীভাবে ইংল্যান্ডে অবস্থান করছেন। তাদের অধিকাংশই প্রধান শহর লন্ডনে বসবাস করেন।ইতালি আওয়ামীলীগ নিয়ে সেখানে ব্যাপক আলোচনা হচ্ছে। দলটির আগামী পূর্ণাঙ্গ কমিটি কতটা শক্তিশালী করা যায় তা নিয়েও আলোচনা করছেন তারা। ইতালি থেকে বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি হাবিবুর রায়হান শহীদ এবং বর্তমান কমিটির সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু ইতালি থেকে লন্ডন গেলেদলটির সাবেক সহ-সভাপতি সাত্তার মাতব্বরের আমন্ত্রণে এক আলোচনার আয়োজন করা হয়। এখানে ইটালি আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিকদার মহসিন, কাজী মনসুর আহমেদ শিপু, ফারুক হোসেন, রুস্তম খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
লন্ডনের একটি কফি শপে আয়োজিত আলোচনায় আওয়ামী লীগের পুরনো নেতাদের অনেকেই উপস্থিত ছিলেন। দলকে আগামী দিনে ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী করে গড়ে তোলার ব্যাপারেও আলোচনা করেন তারা। লন্ডনে ইতালি আওয়ামীলীগ নিয়ে আলোচনা একটি ইতিবাচক দিক বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তারা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর এক্ষেত্রে দায়িত্ব রয়েছে বল মনে করেন।
এদিকে ঢাকায় অবস্থানরত দলের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেছেন, তিনি ইতালি ফিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। ইতালিতে দলীয় নেতাকর্মীরা সে প্রত্যাশাই করছেন তাদের কাছ থেকে। পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার পরপরই একটি বর্ণাঢ্য অভিষেকের তারিখ ঘোষণা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ