ইতালীতে “বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস” এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

(ইতালি প্রতিনিধি) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি..। বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের উদ‍্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাথে মিল রেখে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ০১ মিনিট অর্থাৎ ইতালীর সময় সন্ধ‍্যা ০৭টা ০১ মিনিটে পাদোভাতে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে পুস্ফস্তবক অর্পন করা হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধার নেতৃত্বে এবং সাধারন সম্পাদক শাহাদাত হোসাইনের তত্ত্বাবধানে এসময় শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির উপদেষ্টা আব্দুল মান্নান, সহ-সভাপতি ইউনুছ মিয়া, আমিনুল হাজারী, যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফকরুল ইমাম দুলাল, নাছির উদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক কবির হোসাইন, প্রচার সম্পাদক নুরে আলম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টারের সভাপতি পাদোভার কমিউনিটি ব্যাক্তিত্ব হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোস্তফা সিকদার, পাদোভা কমিউনিটি ব্যাক্তিত্ব রিভিন নাহিদ, চট্টগ্রাম এসোসিয়েশনের পক্ষ থেকে মো: আমজাদ হোসেন, হালিম মিয়া, ভেনিস আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বলসহ আরো অনেকে।

এসময় শহীদ মিনার বেদিতে একুশের গানের সুরের মুর্ছনা এক অন্যরকম আবহ সৃষ্টি করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রবাসের মাটিতে সকল ব্যাস্ততাকে পাশ কাটিয়ে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত। একুশ আমাগের অহংকার। একুশ আমাদের গর্ব। আর আমাদের এই গর্ভের ধন ভাষা দিবসের ইতিহাস সম্পর্কে আগামী প্রজন্মকে জানানোর জন্যই প্রবাসে আমাদের এই আয়োজন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ