ইতালি প্রবাসী নারীদের এগিয়ে নেবার অঙ্গীকার করেছে প্রগতিশীল নারী সমাজ

আফজাল হোসেন রোমান; মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ইতালি প্রবাসী প্রগতিশীল নারী সমাজ বাংলাদেশের
উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোমের মনতানিওয়ালার খান রেস্টুরেন্টে আয়োজিত এক সমাবেশে নারী নেত্রীরা ইতালি প্রবাসী
নারীদের আরও বেশি স্বাবলম্বী করে গড়ে তুলতে কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান
রোমের বিভিন্ন স্থান থেকে আগত নারীরা দেশ
-বিদেশে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী
নির্যাতন বন্ধেরও আহবান জানান। এই সমাবেশে নিগার সুলতানা মিতার সভাপতিত্বে এবং সাবিকুন নাহার রত্নার পরিচালনায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, খাইরুন্নেছা, মনি হুসাইন, শাহানা
বেগম, দীপা, চায়না দত্ত, সায়মা সুলতানা,সীমা নাদিয়া, পুতুল, সালমা বেগম, মিতা শেখ, জয়া শেখ, রিতু বেগম, সুমি বেগম, হ্যাপি, মিলি, রুমা দাস,
গীতা সরকার, মরিয়ম নেসা, মেহেরিন ইসলাম, সোনিয়া হোসেন, লিপি রহমান,সুখতারা সুমি ইসলামসহ আরও
অনেকে।তারা দেশে-বিদেশে মৌলবাদীদের অপপ্রচার সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

ছবি:প্রতিবেদকের তোলা

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ