ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনয়ন পেলেন ইতালির বিশিষ্ট সাংবাদিক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ইউরোপ (ইতালি) প্রতিনিধি এমডি রিয়াজ হোসেন।
ইতালিতে চাকরির পাশাপাশি সাংবাদিকতার সাথেও জড়িত রয়েছেন রিয়াজ হোসেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে প্রবাসী বাংলাদেশীদের কাছে তিনি বেশ পরিচিত। ইতিপূর্বে কোন পদ বহন না করলেও এবার কাজের গণ্ডি বাড়াতে
তিনি ইটালি আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। রিয়াজ হোসেন ইতালি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পাওয়াতে বিভিন্ন সংগঠন, ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাকে পৃথক পৃথক ভাবে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এই গুরুত্বপূর্ণ পদে তাকে মনোনীত করায় ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে রিয়াজ হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার
আদর্শের একজন কর্মী হিসেবে প্রবাসে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি মৌলবাদী চক্রের অপপ্রচার রোধে বাংলাদেশীদের সচেতন করার কাজ করে যাব। তিনি হাইব্রিড এবং দুর্নীতিবাজ মুক্ত আওয়ামীলীগ গঠনে নেতাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আমরা সাংবাদিক রিয়াজ হোসেনের এই প্রাপ্তিতে আনন্দিত এবং তাকে অভিনন্দন জানাচ্ছি।
