ইতালির রাজধানী রোমে নারীদের উদ্যোগে বর্ণাঢ্য পিঠা উৎসব

মিনহাজ হোসেন,ইতালী: রাজধানী রোমের কর্নেলিয়া পার্কে আয়োজন করা হয় এই পিঠা উৎসবের ‌ ।কর্নেলিয়া বাতিস্তিনির নারীদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিপুল সংখ্যক প্রবাসীর সমাগম ঘটে। রোমের ওই অঞ্চলের বাইরে থাকেও প্রবাসীরা যোগ দেন এই পিঠা উৎসবে।
ওই এলাকার নারীদের তৈরি নানা ধরনের পিঠা শোভা পায় এই উৎসবে। ভাপা পাটিসাপটা সহ দেশীয় ঐতিহ্যের নানা পিঠার আয়োজন করা হয় এখানে। আয়োজকরা জানান, তারা আগামী প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরতেই এ পিঠা উৎসব।


কর্নেলিয়া বাতিস্তিনিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা জাতীয় উৎসবগুলো ছাড়াও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে প্রতিবছর। এ আয়োজনে নারীদের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা আক্তার, শারমিন, , ইতি, মনি, কাঁকন, স্মৃতি আক্তার,ফারহানা সপ্না এবং শান্তা শরিফা। এছাড়া কমিউনিটি নেতাদের শাহীদ হোসেন, সোহেল চৌধুরী, দাউদ মুন্সি ও হিবজোসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রবাসীরা জানান, তারা বাংলাদেশকে বিদেশের মাটিতে তুলে ধরার লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান আগামীতেও অব্যাহত রাখবেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ