ইতালির মিলানে ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

(মালিক মনজুর , বিশেষ প্রতিনিধি , ইতালি) আনজুমানে আল ইসলাহ ইতালি কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে পবিত্র মি’রাজুন্নবি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, রাঈসুল কুররা’ ওয়াল মুফাসসিরীন, মুরশিদে বরহক শামসুল উলামা আল্লামা আব্দুল লতীফ চৌধুরী ছাহেব ক্বিবলাহ ফুলতলী ( রহঃ)ও শাইখুল হাদীস আল্লামা হবীবুর রহমান মুহাদ্দিস সাহেব (রহঃ)’র ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বা’দ মাগরিব মিলানের শাহজালাল জামে’ মসজিদএ আল ইসলাহ সভাপতি মাওলানা পিয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বজলুল হকের সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক হাফিজ শেখ মোঃ কামরুল রশীদ, না’তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মাওলানা বজলুল হক। প্রচার সম্পাদক হাফিজ সাইফুর রহমান সজীবের শুভেচ্ছান্তে মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লাইলাতুল ইসরা ওয়াল মি’রাজ সম্পর্কিত বিভিন্ন বর্ণনা, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ ও রারাইর মুহাদ্দিস সাহেব (আলাইহিমার রাহমাহ) সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দারুল হাদীস লতিফিয়া নর্থওয়েস্ট ইউ,কে’র সম্মানিত প্রিন্সিপাল ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ’র সুযোগ্য নাতি হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।

প্রধান অতিথির বাংলা আলোচনার ইতালিয়ান ভাষায় শ্রোতাদের মধ্যে উপস্থাপন করেন, সিনিয়র সহ সভাপতি হাফিজ মাওলানা আমিনুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক বদরুল ইসলাম, নির্বাহী সদস্য ও মিলান আহবায়ক কমিটির প্রধান আহবায়ক রুবেল আহমদ, আহবায়ক কমিটির নির্বাহী সদস্য জনাব কমরুদ্দীন, আল ইসলাহ উপদেষ্টা আবু বকর সহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিগণ। আলোচনা শেষে পবিত্র মীলাদ শরীফ মুহতারাম প্রধান অতিথির দু’আ’র মাধ্যমে সভার সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ