ইতালির তোরিনোতে বৃহত্তর ঢাকা সমিতির সভা অনুষ্ঠিত: মুক্তার খান বাংলাদেশ সমিতির সভাপতি পদে প্রার্থী হচ্ছেন

মালিক মঞ্জুর বিশেষ প্রতিনিধি,ইতালি:
ইতালির তোরিনোতে বসবাসকারী বৃহত্তর ঢাকা প্রবাসীদের বৃহত্তর সংগঠন ঢাকা সমিতির সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে রোববার অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আনোয়ারের পরিচালনায় সভায় ঢাকা সমিতির কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
তোরিনোতে আগামীতে বাংলাদেশ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ সমিতির নির্বাচনে বৃহত্তর ঢাকা সমিতির পক্ষ থেকে সভাপতি পদে তোরিনোর বিশিষ্টি ব্যবসায়ী বৃহত্তর ঢাকার মোক্তার খানকে সভাপতি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলেই সম্মতি জানান এবং সমর্থন প্রদান করেন।

বাংলাদেশ সমিতির নির্বাচনে বৃহত্তর ঢাকা সমিতির পক্ষ থেকে তোরিনোর অন্যান্ন জেলার প্রবাসীদের সাথে গণসংযোগ রক্ষা করার জন্য বৃহত্তর ঢাকা সমিতির কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়। প্রস্তাবিত নামগুলো হলো -আব্দুস সালাম ,আনোয়ার হোসেন ,আলেক সান ,মো: ইউসুফ ,ইঞ্জিনিয়ার আনোয়ার শেখ ,শিপলু মোহাম্মদ ,আব্দুর বাতেন ও আকরাম হোসেন।
পরিশেষে বাংলাদেশ সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে বৃহত্তর ঢাকা সমিতির পক্ষ থেকে মোক্তার খান প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব গৃহীত হলে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মোক্তার খান। তিনি সব সময় প্রবাসীদের পাশে ছিলেন এবং আগামীতেও পাশে থেকে প্রবাসীদের স্বার্থরক্ষায় কাজ যাবেন বলে আশ্বাস ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ