ইউরোপের চ্যাম্পিয়ন ইতালিকে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে পড়ায় প্লে অফ খেলতে হলো। সেখানেও হতাশ করল তারা। সেমিফাইনালে কম শক্তির নর্থ মেসিডোনিয়ার কাছে ইনজুরি টাইমের গোলে ১-০ তে হারল এবং ২০১৮-এর পর টানা দ্বিতীয় বিশ্বকাপে দর্শক রবার্তো মানচিনির দল। এই অপ্রত্যাশিত পরাজয়ে স্তম্ভিত ইতালির গণমাধ্যমগুলো।
প্লে অফে ইতালি ও পর্তুগালকে খেলতে হবে, এই সূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল দুই দলই যাচ্ছে ফাইনালে। সেখান থেকে বাদ পড়বে এক দল। কিন্তু সেমিফাইনালেই হেরে গেল ইতালি, যা একেবারেই অপ্রত্যাশিত ছিল।
চার বছর আগে একই পর্বে সুইডেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ইতালিকে। এবার নর্থ মেসিডোনিয়ার কাছে ভাঙল বিশ্বকাপে ফেরার স্বপ্ন। স্বাভাবিকভাবে ইতালির জনপ্রিয় সংবাদমাধ্যমগুলোতে শোকের ছাপ।
তুত্তোস্পোর্ত-এর লিডে শিরোনাম ছিল, ‘নাআআআআ’। উপরে গোলকিপার জিয়ানলুইজি দোনারুমাকে জর্জিও চিয়েল্লিনির সান্ত্বনা দেওয়ার ছবি।
আরেক সংবাদপত্র গাজেত্তা দেল্লো স্পোর্ত একই ছবি লিড করে শিরোনাম দিয়েছে, ‘এই বিশ্বের বাইরে’। তারা কোচ মানচিনিকে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর দাবি করেছে।
কোরিয়ের দেল্লো স্পোর্ত-এর প্রথম পাতায় ছবি- চেলসি তারকা জর্জিনিয়ো তার জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছেন, পাশে দোনারুমা। শিরোনামে লেখা, ‘নরকে’। এই পত্রিকাটি ‘হতবাক করা বিদায়’ ও মানচিনির ‘বিরাট হতাশার’ কথা উল্লেখ করে লিখেছে।