ইউক্রেনের যুদ্ধে বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা প্রায় ৩৫০০ ছুঁয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাশিয়ার হামলায় ইউক্রেনে ১৪০০ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন এবং ২০০০ জনের বেশি আহত হয়েছেন। সব মিলিয়ে এখন হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৫ জনে। এ খবর দিয়েছে বিবিসি।
তবে জাতিসংঘের তরফ থেকে বলা হচ্ছে, হতাহতের আসল সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। সবথেকে বেশি হতাহতের রিপোর্ট পাওয়া গেছে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে। সেখানে দনেৎস্ক ও লুহানস্ক এলাকায় যুদ্ধ ভয়াবহ হয়ে উঠছে।
ইউক্রেনের বাহিনীর সঙ্গে সেখানে লড়ছে রুশপন্থী বিদ্রোহীরা। রুশ ভাড়াটে সেনাদেরও এ অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পশ্চিমারা ধারণা করছে, সমগ্র ইউক্রেন বাদ দিয়ে রাশিয়া এখন শুধু এই ডনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নিতে যুদ্ধ চালিয়ে যাবে।