ইউক্রেন যুদ্ধে বেসামরিক নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে: জাতিসংঘ

ইউক্রেনের যুদ্ধে বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা প্রায় ৩৫০০ ছুঁয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাশিয়ার হামলায় ইউক্রেনে ১৪০০ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন এবং ২০০০ জনের বেশি আহত হয়েছেন। সব মিলিয়ে এখন হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৫ জনে। এ খবর দিয়েছে বিবিসি।
তবে জাতিসংঘের তরফ থেকে বলা হচ্ছে, হতাহতের আসল সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। সবথেকে বেশি হতাহতের রিপোর্ট পাওয়া গেছে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে। সেখানে দনেৎস্ক ও লুহানস্ক এলাকায় যুদ্ধ ভয়াবহ হয়ে উঠছে।

ইউক্রেনের বাহিনীর সঙ্গে সেখানে লড়ছে রুশপন্থী বিদ্রোহীরা। রুশ ভাড়াটে সেনাদেরও এ অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পশ্চিমারা ধারণা করছে, সমগ্র ইউক্রেন বাদ দিয়ে রাশিয়া এখন শুধু এই ডনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নিতে যুদ্ধ চালিয়ে যাবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ