পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা চারটি পৃথক ঘটনায় ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে মর্টার, গ্রেনেড ও মিশিনগান ব্যবহারের অভিযোগ করেছে। তারা বলেছেন, গত ২৪ ঘন্টায় সরকারি বাহিনী তাদের ভূখন্ডে চারবার গুলি চালিয়েছে। স্বঘোষিত লুহানস্ক গণপ্রজাতন্ত্রের প্রতিনিধিদের দ্বারা জারি করা এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এমন একটি সংগঠনের নাম অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই)। তাদের পক্ষ থেকে বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া পওয়া যায়নি।
ন্যাটের সদস্য হিসাবে কিয়েভকে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে এক লাখ সৈন্য মোতায়েন করেছিলো রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য বলছে যে, পশ্চিম সামরিক জেলায় প্রশিক্ষণ শেষে সরঞ্জাম নিয়ে স্থায়ী ঘাঁটিতে ফিরে এসেছে রুশ সৈন্যরা।
ইউক্রেন বলেছে যে তারা এর কোনো প্রমাণ দেখেনি। একই অভিযোগ যুক্তরাষ্ট্রেরও। দেশটি বলেছে যে রাশিয়া আসলে সৈন্য উপস্থিতি বাড়িয়েছে বলেই আমাদের মনে হচ্ছে।
সূত্র : আলজাজিরা