ইউক্রেনে ২০০ এয়ার ডিফেন্স রকেট পাঠাচ্ছে নেদারল্যান্ডস

ইউক্রেনে যত দ্রুত সম্ভব ২০০টি এয়ার ডিফেন্স রকেট পাঠাবে নেদারল্যান্ডস। দেশটির সরকার শনিবার পার্লামেন্টে এক চিঠিতে এ কথা জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, ইউক্রেনের অনুরোধের ভিত্তিতে নেদারল্যান্ডস ২০০টি এয়ার ডিফেন্স রকেট পাঠাতে যাচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, অন্য মিত্রদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব এসব পাঠিয়ে দেবে।

চলতি মাসের শুরুতে ইউক্রেনে রাইফেল, গোলাবারুদ, রাডার সিস্টেম এবং মাইন-ডিটেক্টিং রোবট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল নেদারল্যান্ডস। সেসবের পাশাপাশি এবার এই ২০০ এয়ার ডিফেন্স রকেটও পাঠানো হবে।

এদিকে, নিরাপত্তা অবস্থার অবনতির কারণে পশ্চিম ইউক্রেনীয় শহর লভিভ থেকে ডাচ দূতাবাসের কর্মীদের পোল্যান্ডের সীমান্তের ওপারে জারোস্লোতে স্থানান্তর করা হবে বলেও ওই চিঠিতে বলা হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলা মোকাবেলায় দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রসহ ইউরোপের ২৭ দেশ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ