ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ থেকে বাঁচতে ১৮ দিনে দেশ ছেড়েছেন ২৫ লাখের বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক।
রোববার এক বিবৃতিতে এই তথ্য জানান জাতিসঙ্ঘের শরণার্থী বিষয় সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি।
বিবৃতিতে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিই দ্রুত বাড়তে থাকা শরণার্থী সংকট।
এর মধ্যে পোল্যান্ডে সর্বোচ্চ ১৬ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন। অপরদিকে হাঙ্গেরিতে দুই লাখ ৪৫ হাজার, স্লোভাকিয়ায় এক লাখ ৯৫ হাজার, মলদোভায় তিন লাখ ২৮ হাজার ও রোমানিয়ায় এক লাখ ৭৩ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছেন।
জার্মানি, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লিথুনিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল ও সুইডেনেও হাজার হাজার শরণার্থী আশ্রয় নিয়েছেন বলে ইউএনএইচসিআর সূত্রে জানা যায়।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে রুশপন্থী বিদ্রোহী ও ইউক্রেনীয় সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র : সিএনএন