‘ইউক্রেনে মমতার যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন’

রুশ আগ্রাসনের মধ্যে ইউক্রেনে আটকেপড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ নামে অভিযান পরিচালনা করছে ভারত।

এখন পর্যন্ত ৪৮টি ফ্লাইটে ১০,৩০০ জনেরও বেশি ভারতীয়কে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে দেশটি।

তবে এতে সন্তুষ্ট নন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ইউক্রেনে আটকেপড়া ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধারে কেন এত সময় লাগছে – প্রশ্ন মমতার। কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে আরও তৎপর হতে আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মমতার এমন মন্তব্যে ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।  ক্ষোভ ঝেড়ে তিনি মমতার উদ্দেশ্যে বলেন, চাইলে তিনি ইউক্রেনে যেতে পারেন।

দিলীপ ঘোষ বলেন, ‘ইউক্রেনে মমতা ব্যানার্জীর যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন। নরেন্দ্র মোদি একমাত্র প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে যিনি শিক্ষার্থীদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনছেন। সেটা শিক্ষার্থীরা আরও ভালো বলতে পারবে। আসলে তৃণমূল কংগ্রেস ভেবেছিল ওইখানে কিছু লোক মারা যাবে। ওরা রাস্তায় নেমে আন্দোলন করবে। সেই সুযোগ ওরা পেলেন না। মোদিজীর যোগ্য নেতৃত্বে ২০ হাজার ভারতীয় শিক্ষার্থীকে আজ সুরক্ষিত। এসব শিক্ষার্থীর মা-বাবারা মোদিকে আশীর্বাদ করছেন।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফেরানো হবে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ