ইউরোপের অনেক দেশের মতো ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহয়তা করেছে জার্মানি। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ঠিক কত অস্ত্র পাঠানো হয়েছে সে ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য বার্লিন প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানিয়েছেন।
লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, আমরা অ্যান্টি-ট্যাংক মিসাইল, স্টিংগার এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছি। তবে এ ব্যাপারে আমরা প্রকাশ্যে বলিনি যাতে এই সরবরাহ দ্রুত হয়।
বেয়ারবক আরও বলেসন, তার দেশ ইউক্রেনীয় বাহিনীকে জার্মানি এবং তার মিত্রদের কাছ থেকে পাওয়া উন্নত অস্ত্র সরবরাহ দেওয়া অব্যাহত রাখবে। পাশাপাশি ওই সব অস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণও দেবে।
রুশ বাহিনী দোনবাস অঞ্চলে নতুন করে আক্রমণ শুরু করার পর ইউক্রেন মিত্রদের কাছে আরও সামরিক সহায়তা দেওয়ায় আহ্বান জানিয়ে আসছে।