ইউক্রেনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণের অঞ্চল খেরসনকে স্বাধীন দেশে রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
ওই কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়ান অধীনে থাকা খেরসনের কর্মকর্তাদের গণভোট আয়োজনের জন্য সহায়তা করতে চাপ দিয়েছে।
খেরসনের ডেপুটি কাউন্সিলর সেরহি ক্লান দাবি করেছেন, রাশিয়ানরা খেরসন রিপাবলিক তৈরি করতে গণভোটের ব্যবস্থা করছে।
তিনি জানান, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের রাশিয়ার দখলদাররা জিজ্ঞেস করেন, তারা এ গণভোটে সহায়তা করবেন কি না।
ডেপুটি কাউন্সিলর সেরহি ক্লান দাবি করেছেন, তিনি রাশিয়ানদের এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখান করেছেন।
এ ব্যাপারে ডেপুটি কাউন্সিলর সেরহি ক্লান বলেন, আমি তাদের প্রস্তাবে সরাসরি না বলেছি। খেরসন রিপাবলিক তৈরি হলে এ অঞ্চলের মানুষ আশাহীন হয়ে যাবে তাদের ভবিষ্যৎ অন্ধকারে পড়ে যাবে।
এদিকে এর আগে ২০১৪ সালে ডনবাসের লুহানেস্ক ও দোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে তৈরি করে রাশিয়া। যদিও ইউক্রেন এখন পর্যন্ত এই দুটি অঞ্চলকে স্বীকৃতি দেয়নি।
সূত্র: সিএনএন