ইউক্রেনের ন্যাটো সদস্যপদে ৯ দেশের সমর্থন

শুক্রবার সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ইউক্রেন।

এর দুইদিন পর রোববার ন্যাটো সদস্যভুক্ত নয়টি দেশের প্রেসিডেন্ট একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার আবেদনকে সমর্থন করেন। তাছাড়া ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানান তারা।

যেসব দেশের প্রেসিডেন্ট নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন সেগুলো হলো- চেক রিপাবলিক, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, উত্তর মেসেডোনিয়া, মন্তেনাগ্রো, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়া।

যৌথ বিবৃতিতে এ দেশগুলোর প্রেসিডেন্টরা বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমরা ইউক্রেনকে সমর্থন জানাই। ইউক্রেনের সকল দখলকৃত অঞ্চল থেকে রুশ সেনাদের সরে যাওয়ার দাবি জানাই এবং আমরা মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি ইউক্রেনে সামরিক সহায়তা বাড়িয়ে দিন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ নয়টি দেশের নেতারা যুদ্ধের মধ্যে ইউক্রেনে গেছেন এবং নিজ চোখে রাশিয়ার আগ্রাসন দেখেছেন।

বিবৃতিতে প্রেসিডেন্টরা আরও বলেছেন, আমরা ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমতার প্রতি পুনরায় সমর্থন জানাচ্ছি। রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল অধিগ্রহণ করেছে আমরা সেগুলোকে স্বীকৃতি দিচ্ছি না এবং কখনো দেব না।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ