ইসরাইলি কর্তৃপক্ষ চাচ্ছে ইউক্রেনের ইহুদিরা তাদের দেশে চলে আসুক। ফিলিস্তিনিদের থেকে ইহুদিদের জনসংখ্যা বাড়ানোর জন্য এমন পথ বেছে নিয়েছে ইসরাইল। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
২৪ ফেব্রুয়ারি তারিখে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয় এবং অসংখ্য মানুষ পাশের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। এরপর ইউক্রেনের ইহুদিদের ইসরাইলে চলে আসার আহ্বান জানায় দেশটির সরকার। ইসরাইলের সরকার দেশটির সকল আমলাতান্ত্রিক জটিলতাও দূর করে দিয়েছে যাতে করে দ্রুততার সাথে ইউক্রেনীয় ইহুদিরা চলে আসতে পারে।
এসব ইউক্রেনীয় ইহুদি শরণার্থীরা ইসরাইলে আশ্রয় নিলে ফিলিস্তিনিদের থেকে ইহুদিদের জনসংখ্যা বাড়বে। এ কারণে ইউক্রেনীয় ইহুদিদের ইসরাইলে চলে আসার আহ্বান জানাচ্ছে দেশটির সরকার।
অভিবাসন ও (জাতিগত) শোষণ নিয়ে কাজ করা ইসরাইলি মন্ত্রণালয় বলেছে, আমরা ইউক্রেনীয় ইহুদিদের ইসরাইলে অভিবাসী হত্তয়ার আহ্বান জানিয়েছি। কারণ ইসরাইল হলো সকল ইহুদিদের ভূখণ্ড। ২৪ ফেব্রুয়ারি তারিখে ইসরাইলি কর্তৃপক্ষ এ ধরনের বক্তব্য দিয়েছে।
এদিকে দু’ফ্লাইটে করে কমপক্ষে এক শ’ ইহুদি ইসরাইলে এসেছে। এ দু’ফ্লাইটের একটি এসেছে কিয়েভ থেকে আর একটি এসেছে ওডেসা থেকে। আগামী রোববার আরো তিনটি ফ্লাইটে করে তিন শ’ ইহুদি ইসরাইলে আসবে। ইসরাইলের সরকার জানিয়েছে, আগামী সপ্তাহে ১০ হাজার ইউক্রেনীয় ইহুদি ইসরাইলে চলে আসবে।
এসব ইউক্রেনীয় ইহুদিদের জন্য ইসরাইলের অভ্যন্তরে ও ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করা জমিতে এক হাজার বাড়ি নির্মাণ করার ঘোষণা দেয়া হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ ও ইহুদিদের আন্তর্জাতিক সংগঠনগুলো এ কাজের তত্ত্বাবধান ও অর্থায়ন করছে।
সূত্র : আল-জাজিরা