ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রুদনের মেয়র ইয়েভেন মাতভেয়েভকে রুশ সেনারা অপহরণ করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
‘রুশ যুদ্ধাপরাধীরা’ ইয়েভেনকে অপহরণ করেছেন বলে দাবি করেন কুলেবা।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে কোনো সমর্থণ না পেয়ে হামলাকারীরা সন্ত্রাসীতে পরিণত হয়েছে। আমি ইউক্রেন এবং গণতন্ত্রের বিরুদ্ধে রুশ সন্ত্রাস বন্ধ করার জন্য সব রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।
গত তিনদিনে এ নিয়ে ইউক্রেনের দুজন মেয়রকে রুশ সেনারা অপহরণ করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।
এর আগে দক্ষিণ ইউক্রেনের মেলিতোপোল শহরের মেয়র ইভান ফেডোরভকে শুক্রবার রুশ সেনারা অপহরণ করেছে বলে অভিযোগ করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।