(এ এমসি রোমেল, প্যারিস থেকে) ফ্রান্সের ইতিহাসে এই সর্বপ্রথম সব সংবাদিক একই প্লাটফর্মে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত এবং নানান জটিলতা সমাধানের জন্য সহমত পোষণ করেছেন এবং পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। সব সাংবাদিকের একই প্লাটফর্মে এসে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তালহা জুবায়ের ।
এ সময় দ্বিতীয় সচিব ওয়ালিদ উপস্থিত ছিলেন। সোমবার অনুষ্ঠিত এই সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত নিজেই। রাষ্ট্রদূতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী সাংবাদিকরা।রাষ্ট্রদূত জনাব তালহা বলেছেন আইন অনুযায়ী তিনি যা করার দরকার প্রবাসীদের কল্যাণ তা করবেন।
তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করবেন বলেও জানান।। রাষ্ট্রদূত বলেন,কোন ব্যক্তি বা গুষ্টির রাষ্ট্রদূত না তিনি ,সব প্রবাসীর রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করতে চান ।