রাশিয়ান সৈন্যরা শুক্রবার ইউক্রেনের রাজধানীর চারদিক ঘিরে রেখেছেন। আতঙ্কিত হাজার হাজার শরণার্থী দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
এমন মুহূর্তে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা কিয়েভে থাকার এবং রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সংবাদমাধ্যম এবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তার উপদেষ্টা নিরাপত্তা দিচ্ছে। এরই মধ্যে কিয়েভের রাস্তায় তার অফিসের বাইরে দাঁড়িয়ে দেশের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন।
শুক্রবার ফেসবুকে একটি ভিডিওতে জেলেনস্কি বলেন, আমরা সবাই এখানে আছি। আমাদের সেনাবাহিনী এখানে, যেমন আমাদের মানুষ এবং পুরো সমাজ আমাদের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, আমরা এখানে সবাই আমাদের স্বাধীনতা এবং আমাদের দেশকে রক্ষা করার চেষ্টা করছি। আমরা এটাই করে যাব। আমাদের প্রতিরোধকে ব্যর্থ করে দিতে বিশ্বাসঘাতক, কঠোর এবং অমানবিক উপায়ে আজ রাতেই সর্বশক্তি দিয়ে হামলা চালাবে শত্রুরা।
রাজধানী কিয়েভের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আজ রাতেই তারা বড় হামলার চেষ্টা করবে।’