ইতালি প্রতিনিধি:ইতালির ভেনিসে বসবাসকারী বৃহত্তর কুমিল্লার প্রবাসীদের সংগঠন “আমরা কুমিল্লাবাসী ভেনিস” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজ রেস্টুরেন্টের হলরুমে প্রায় দুইশ’ প্রবাসীর অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মারগেরা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল ইসলাম ।
ইফতারের আগে মুসল্ল্লিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নিয়িমাল চৌধুরী,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। আহবায়ক
মোকলেস সরকার ,মাসুদ রানার পরিচালনায় ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের ইলিয়াস পাটোয়ারী, একরামুল হক ,ফারুক ,আবু জাফর সালে ,নাদিম খান ,মামুন ,মতিন,দিদার,জামাল উদ্দিন ,এনায়েত উল্লাহ ,জহির ,সেলিম, মহসিন ,রেজা কাউছার আহমেদ,আলি ,লিটন,রাজিব ,সাজ্জাত ও সোহাগ।
ইফতার মাহফিলে ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
