‘আমরাই চ্যাম্পিয়ন, আমরাই সেরা’

অবশেষে স্বপ্নপূরণ হলো বাংলাদেশের। নবমবারের চেষ্টায় নেপালকে হারাল বাংলাদেশ।

নেপালের ঘরের মাঠ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল।

অতীতের আটবারের মুখোমুখিতে ছয় হার ও দুই ড্র বাংলাদেশের।

শিরোপা জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এটাই আমার ক্যারিয়ার সেরা টুর্নামেন্ট। ১২ বছরের অপেক্ষার অবসান ঘটেছে এখানে। এই দিনটিই আমার জীবনের সেরা।

টুর্নামেন্টে দুটি হ্যাটট্রিকসহ আট গোল করে মেয়েদের সাফে সর্বাধিক গোলের গোল্ডেন বুট জয়ী সাবিনা আরও বলেন, এই ট্রফি জয়ের মধ্য দিয়ে দেশের মেয়েদের ফুটবলে নতুন যুগের শুরু হলো।

শিরোপ জয়ের পর জাতীয় দলের তারকা ফুটবলার সানজিদা বলেন, আমি কখনো কল্পনাই করতে পারিনি যে ট্রফি জিতব। কি যে ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারব না।

তারকা ফুটবলার মনিকা চাকমা বলেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরাই সেরা। আমাদের কেউ হারাতে পারেনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ