ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের চট্টগ্রামে অনুষ্ঠিত আফগানিস্তান- বাংলাদেশের ওডিআই সিরিজের প্রথম দিনে টপ অর্ডারের চরম ব্যর্থতার পরও আফিফ মিরাজের বিশ্ব রেকর্ডের দিনে আফগানদের উইকেটে বাংলাদেশ পরাজিত করে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
বাংলাদেশ ক্রিকেট টিমের এই দুর্দান্ত বিজয়ে জাতীয় ক্রীড়া সংস্থা ইটালির সভাপতি ও স্বদেশ বিদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় হাজী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ ৪৫ রানে ছয় উইকেট হারিয়ে যখন পরাজয় বরণের শঙ্কায় ছিলেন তখন মিডল অর্ডারের আফিফ- মিরাজ দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। তারা অপরাজিত ১৭৪ রানের জুটি গড়ে বিশ্ব রেকর্ড করেছেন। জাতীয় ক্রীড়া সংস্থা তাদেরকে অভিনন্দন এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাকি ২ খেলায় আফগানিস্তান কে পরাজিত করে বাংলাদেশ তাদের কেউ হোয়াইটওয়াশ করতে পারবে বলে তার বিশ্বাস। তিনি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ দলের ক্যাপ্টেন এবং সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।