‘আজ সকালেই ফসফরাস বোমা ছুড়েছে রাশিয়া’

এবার রাশিয়ার প্রতি সরাসরি নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলেসে ন্যাটোর বিশেষ সম্মেলনে ন্যাটো প্রতিনিধিদের ভার্চুয়ালি এ অভিযোগ করেন জেলেনস্কি।

তিনি বলেন, আজ সকালেই রাশিয়া ফসফরাস বোমা ছুড়েছে। রাশিয়ার ফসফরাস বোমা। প্রাপ্ত বয়স্কদের আাবার হত্যা করা হচ্ছে। শিশুদের আবার হত্যা করা হচ্ছে।

রাশিয়া অবরুদ্ধ ক্রামাটোর্স্ক শহরে নিষিদ্ধ ফসফরাস বোমা ছুড়েছে  বলে এর আগে ইউক্রেনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা অভিযোগ করেছিলেন।

অন্য সাধারণ বোমার চেয়ে মারাত্মক হওয়ায় ১৯৭৭ সালের জেনেভা কনভেশনে যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়।

এ বোমা যেখানে ছোড়া হয় সেখানে আগুন ধরে যায় এবং এ আগুন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে।

পুলিশ প্রধান ওলেকসি বিলোচিতস্কিও ফসফরাস বোমা ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রাশিয়ানদের তীব্র সমালোচনা করে বলেছেন, ফসফরাস যেভাবে পোড়ে তোমরাও ফসফরাসের মতো পুড়বে।

ইউক্রেনের কর্মকর্তারা বার বার বলে আসছেন, রাশিয়া ইউক্রেনে ফসফরাস বোমা ব্যবহার করে আসছে। তবে রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখান করে আসছে।

এদিকে যুক্তরাষ্ট্র হুশিয়ারি দিয়েছে, বিভিন্ন নিষিদ্ধ বোমার ব্যবহারের পর এবার রাশিয়া ইউক্রেনে ক্যামিকেল বোমার ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে যদি রাশিয়া রাসায়নিক বোমা ব্যবহার করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ