অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হারল বাংলাদেশ

স্পিনে অস্ট্রেলিয়াকে ভড়কে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সালমা খাতুনের ১২ বলে ৩ উইকেট নেয় তারা। ৭০ রানে ৫ অজি ব্যাটসম্যানকে ফিরিয়ে ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পারেনি। আর কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া লক্ষ্যে পৌঁছায়। বেথ মুনির অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে জিতল তারা। রাউন্ড রবিন গ্রুপের সাত ম্যাচের সবগুলো জিতে অপরাজিত থেকে সেমিফাইনাল খেলতে যাচ্ছে সাবেক চ্যাম্পিয়নরা। ৬৬ রানে মুনি ও ২৬ রানে সাদারল্যান্ড অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে ৯ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেরা সালমা খাতুন।

৭ ম্যাচে ১৪ পয়েন্ট অস্ট্রেলিয়ার। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ২৭ মার্চ ম্যাচটি হবে এই ওয়েলিংটনেই।

 

মুনির প্রতিরোধে অস্বস্তিতে বাংলাদেশ

৭০ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু বেথ মুনি দাঁড়িয়ে গেছেন আন্নাবেল সাদারল্যান্ডকে নিয়ে। তাদের অবিচ্ছিন্ন জুটিতে একশ পার করে ফেলেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৬ ওভারে ৫ উইকেটে ১০০ রান অস্ট্রেলিয়ার।

 

৭০ রানে ৫ উইকেট তুলে নিলো বাংলাদেশ

৪১ রানে ৪ উইকেট তুলে নিয়ে স্বস্তিতে ছিল বাংলাদেশ। কিন্তু নাহিদা আক্তারের ওভারে তিন চার মেরে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান অ্যাশলেঘ গার্ডনার। আর এই বিপজ্জনক ব্যাটসম্যানকে ১৮তম ওভারে ১৩ রানে আউট করে ব্রেকথ্রু আনলেন রুমানা আহমেদ। ৭০ রানে পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া, লক্ষ্য ১৩৬ রানের।

সালমার পর অস্ট্রেলিয়াকে নাহিদার আঘাত

 

সালমা খাতুনের দুর্দান্ত স্পেলে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তারপর নাহিদা আক্তারের আঘাত। প্রথম ওভারে বল হাতে নিয়ে তাহলিয়া ম্যাকগ্রাকে (৩) এলবিডব্লিউ করেন তিনি। ৪১ রানে অস্ট্রেলিয়ার ৪ ব্যাটসম্যান ফিরে গেলেন।

১২ বলে ৩ উইকেট তুলে নিলেন সালমা

 

সালমা খাতুনের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ৩টি উইকেট তুলে নিলো বাংলাদেশ ২৬ রানের মধ্যে। বিনা উইকেটে ২২ রানে যাওয়া দলটি আর চার রান যোগ করতেই হারালো তিনজনকে।

ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে অ্যালিসা হিলিকে ফেরান বাংলাদেশের সাবেক অধিনায়ক। ১৫ রানে জাহানারা আলমের ক্যাচ হন অজি ওপেনার। নিজের পরের ওভারে অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিংকে শূন্য রানে আউট করেন সালমা। এই স্পিনার তার পরের ওভারে তৃতীয় উইকেট পান রাচেল হেইনেসকে (৭) ফারজানা হকের ক্যাচ বানিয়ে। ১২ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিলেন সালমা।

 

অস্ট্রেলিয়াকে ১৩৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ওয়েলিংটনে বৃষ্টির কারণে আগের দিন দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ১১তম ওভারের পর আর গড়ায়নি। শুক্রবারও আবহাওয়ার বিরূপ আচরণ। তাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচও বাতিলের আশঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত দুই ঘণ্টা পর টস করতে নামে দুই দল এবং অস্ট্রেলিয়া জিতে ফিল্ডিং নেয়।

আগেই সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া বাংলাদেশকে ৬ উইকেটে ১৩৬ রানে থামায়। নারী ওয়ানডে বিশ্বকাপে আরেকটি ঐতিহাসিক জয় পেতে এই অল্প পুঁজি প্রতিহত করতে হবে বাংলাদেশি বোলারদের।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪৩ ওভারের। যেখানে বাংলাদেশ চার উইকেট হাতে রেখে ইনিংস শেষ করেছে।

বিনা উইকেটে ৩৩ রান করেছিল বাংলাদেশ। নবম ওভারে মুর্শিদা খাতুন ১২ রানে ফিরে যেতেই ধস নামে ব্যাটিংয়ে। আর ১৪.৩ ওভার যেতেই স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৬২ রান। ২৯ রানের ব্যবধানে চার ব্যাটসম্যানের বিদায়ের পর রুমানা আহমেদকে (১৫) নিয়ে লতা মন্ডল ৩৩ রান যোগ করেন।

এরপর সালমা খাতুনের সঙ্গে ষষ্ঠ উইকেটে লতা আরো ৩৬ রান যোগ করে দলীয় স্কোর ১৩০ এর উপরে নিয়ে যান। শেষ ওভারে ৩৩ রানে আউট হন তিনি। সালমা ১৫ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের দ্বিতীয় সেরা ২৪ রান করেন ওপেনার শারমীন আখতার।

অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলেঘ গার্ডনার ও জেস জোনাসেন দুটি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ