অসহায় ও সুবিধাবঞ্চিতদের সঙ্গে ইফতার করলেন অপু বিশ্বাস

চলছে পবিত্র রমজান মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা পালন করে থাকেন। এই রোজায় সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

‘সবাই মিলে বাংলাদেশ’ এই স্লোগানে পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই সংগঠনের আয়োজনেই শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের সঙ্গে ইফতারে অংশ নেন অপু বিশ্বাস।

এদিন উপস্থিত সব মানুষদের হাতে হাতে ইফতার তুলে দেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। প্রিয় তারকার হাত থেকে ইফতারের বাহারি খাবার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষরা।

এ সময় সংগঠনটির এমন উদ্যোগের প্রশংসা করেন এ চিত্রনায়িকা। তিনি বলেন, এখানে এসে নিজেকে খুবই গর্ববোধ মনে করছি।

অপু বিশ্বাস বলেন, আমি যখন সবার হাতে হাতে খাবার তুলে দিচ্ছিলাম, তখন নিজের মধ্যে আবেগ কাজ করছিল। আমার মনে হচ্ছিল আবেগে কান্না করে দেব। ঠিক কেন এমনটা মনে হচ্ছিল, তা বলতে পারব না আমি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ