দলের সাথে তার অবস্থাও কাহিল। ক্রাইস্টচার্চ টেস্টে অভিষেক হওয়া নাঈম শেখ রাঙাতে পারলেন না উপলক্ষ্য। অভিষেক টেস্টে তিনি আউট হয়েছেন শূন্য রানে। পাঁচ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা।
দুই বছর আগেও টেস্ট অভিষেকে শূন্য রানের অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের কোনো ওপেনারের। এখন নাঈমকে দিয়ে এই তেতো স্বাদ পেয়ে গেলেন ৩ জন।
টেস্ট অভিষেকে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশের প্রথম ওপেনার সাইফ হাসান। এরপর মাহমুদুল হাসান জয়ের। এবার সেই তালিকায় নাম লেখালেন নাঈম।
তিনজনই শূন্যতে আউট হন অভিষেক টেস্টে নিজের প্রথম ইনিংসেই। সাইফ ও জয় দ্বিতীয় ইনিংসে রান পেলেও পারেননি উল্লেখযোগ্য কিছু করতে। অপেক্ষা এবার নাঈমের দ্বিতীয় ইনিংসের জন্য।
ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের অবস্থা এখন তথৈবচ। ৬ উইকটে ৫২১ রানে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। জবাবে প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে বাজে অবস্থার মধ্যে মুমিনুলরা। ইতোমধ্যে বিদায় নিয়েছেন বলতে গেলে সব স্বীকৃত ব্যাটসম্যান। কারো রানই দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। ৯২ রানে উইকেট নেই ৬টি। নাঈমের মতো শূ্ন্য রানে সাজঘরে অধিনায়ক মুমিনুলও।
সর্বোচ্চ ৪১ রান করে ফিরেছেন নুরুল হাসান সোহান। ৩০ রান করে অপরাজিত আছেন তরুণ ইয়াাসির আলী।