অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ করলো যেসব প্রতিষ্ঠান

ছাত্রদের অসহযোগ আন্দোলনকে সমর্থন করে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ করার ঘোষণা করছে নানা প্রতিষ্ঠান। এর মধ্যে নানা শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকাশনী রয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে ছাত্রদের প্রতি সংহতি জানিয়েছে। এর মধ্যে টেন মিনিট স্কুল, উদ্ভাস, উন্মেষ, উৎকর্ষ, উত্তরণ, শিখো, ফোকাস, রেটিনা, ব্রাইট স্কিল, উইট ইন্সটিটিউট ও প্রোগ্রামিং হিরো অন্যতম।

এছাড়া প্রকাশনীর তালিকায় রয়েছে সমকালীন, চেতনা, মাকতাবাতুল ইসলাম, আকীল পাবলিকেশন্স, ঐতিহ্য, আদর্শ, ঢাকা কমিক্স, স্বরে অ, গার্ডিয়ান, অদম্য প্রকাশ, বাতিঘর প্রকাশনী অন্যতম।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১৯ মিনিটে দেয়া টেন মিনিট স্কুলের অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হয়, ‘টেন মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস আজ (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

উদ্ভাস তাদের অফিসিয়াল পেইজে লিখেছে, ‘সারা দেশের শিক্ষার্থীরা যে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে, আমরা নীতিগতভাবেই তা সমর্থন করে আসছি। ১৭ জুলাই এর পর থেকেই আমরা আমাদের সকল কার্যক্রম বন্ধ রেখেছি এবং আমাদের শিক্ষার্থীরা ঘরে না ফেরা পর্যন্ত তা বন্ধই থাকবে। যৌক্তিক আন্দোলনে এত প্রাণহানিতে দেশের সকল মানুষের সাথে আমরাও সমভাবে ব্যথিত।আমরা চাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ হোক। আর কোনো প্রাণ না ঝরুক।’

স্বরে অ শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টা ১৭ মিনিটে ফেসবুক পেইজে লিখেছে, ‘আগামীকাল থেকে প্রকাশনা সংস্থা ‘স্বরে অ’ এর সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।’

প্রোগ্রামিং হিরো লিখেছে, ‘প্রোগ্রামিং হিরো এর সকল ক্লাস, এসাইনমেন্ট, সাপোর্ট সেশন জুলাই ১৮ থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। সেই রক্তক্ষুধা বন্ধ না হাওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের বন্ধ চলবে। বেঁচে থাকলে, দেখা হবে বিজয়ে।’

শিখো লিখেছে, ‘শিখোর সকল লাইভ ক্লাস এবং অফলাইন কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে আছি।’

এদিকে, শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছে প্রধান সারীর প্রকাশনীগুলো। গার্ডিয়ান পাবলিকেশন্স ফেসবুক পেইজে লিখেছে, ‘আগামীকাল রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য গার্ডিয়ান পাবলিকেশন্স-এর সকল কার্যক্রম বন্ধ থাকবে। ধন্যবাদ।’

বাতিঘর প্রকাশনীর সত্ত্বাধিকারী মোহম্মদ নাজিম উদ্দিন এক পোস্টে লিখেছেন, ‘আগামীকাল থেকে বাতিঘর প্রকাশনীর সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

ঐতিহ্যের ফেসবুক পেইজের ঘোষণা, ‘আগামীকাল থেকে ঐতিহ্যের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ