চট্টগ্রামের আনোয়ারায় সকালে ঘুম থেকে উঠে বই খুঁজতে গিয়ে নিজ ঘরে সাপের কামড়ে মুনতা মনসুর মাহি (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
শনিবার সকালে উপজেলার পরৈকোড়া গ্রামের ভিংরোল গ্রামের ছত্তরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুনতা মনসুর মাহি ওই এলাকার মনসুর উদ্দিনের মেয়ে।
নিহতের চাচা নাঈম উদ্দিন বলেন, ঘুম থেকে উঠে মাহি নামাজ শেষে কোরআন শরিফ পড়ছিল। এরপর অন্য কক্ষ থেকে আনতে গিলে সাপ তার কপালে কামড় দেয়। সঙ্গে সঙ্গে আমরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথে মাহির মৃত্যু হয়।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সকালে মাহিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে শুনেছি, পথে সে মারা যায়।’