৪ ছেলেসহ পাড়াপ্রধানকে হত্যার ঘটনায় আটক ২২

বান্দরবানের রুমা উপজেলায় কুসংস্কার কেন্দ্র করে তাবিজ-কবচের অভিযোগে হামলায় চার ছেলেসহ পাড়াপ্রধানকে হত্যা মামলায় ২২ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় শনিবার সকালে পুলিশ বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে রুমা থানায় একটি হত্যা মামলা করেছে।

এদিকে সকাল ৯টায় রুমা থানা হেফাজতে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ওসি আবুল কাশেম।

তিনি জানান, চার ছেলেসহ পাড়াপ্রধানের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে সৎকারের জন্য হস্তান্তর করা হবে। এ হত্যাকাণ্ডের মামলায় ২২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে ঘটনাস্থল রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের দুর্গম আবুপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকটা ফাঁকা হয়ে পড়েছে পাড়ার রাস্তাঘাটগুলো। গ্যালেঙ্গায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ