২০২৩ সালে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আগামী নির্বাচন ২০২৩ সালে হলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ হায়াত দিলে তিনি প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে, তবে এটা সরকার পরিবর্তনের জন্য নয়। বড় বড় পরাশক্তির খেলার মধ্যে আমরা পড়েছি। ভৌগোলিক অবস্থানের কারণে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় আছি। এই জায়গাকে অনেকে নানাভাবে ব্যবহার করতে চায়। এদেশে অস্ত্র এসেছিল জাহাজ বোঝাই করে, এটা সত্য। করোনা না আসলে আমাদের জিডিপি দশের ওপর চলে যেত।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, এখানে উপস্থিত সবাই আওয়ামী লীগ করেন না। এখানে অনেকে অন্য দলের আছেন। আমার কাছে এটা বিষয় না। আপনারা সবাই জনগণের প্রতিনিধি। এই সম্মান আল্লাহ আপনাদের দিয়েছেন।

আপনারা নির্বাচনের আগে অনেক কথা বলেছেন। একজন মেম্বারের কিছু করার ক্ষমতা নেই যদি চেয়ারম্যান সাপোর্ট না দেয়। আবার চেয়ারম্যানরা এমপি ছাড়া কিছু করতে পারবেন না। প্রশাসন অন্য কথা। আপনারা যদি ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এখানে এসে থাকেন তাহলে আসসালামু আলাইকুম। আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াবো। আপনারা বিরুদ্ধে থাকলেও আমার আপত্তি নেই। আমার রাজনীতি আমার জন্য এবাদত। মানুষের জন্য কাজ করার চেয়ে বড় এবাদত কিছু নেই।

তিনি আরো বলেন, আমি চিন্তা করে দেখেছি নারায়ণগঞ্জে যত বড় বড় কাজ হয়েছে, এগুলোর নব্বই ভাগ আমাদের দ্বারা হয়েছে। লিংক রোড, স্টেডিয়াম, পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জ ফ্লাইওভার হবে, ডিএনডি প্রজেক্ট হয়েছে, সব এলাকাতেই রাস্তা হয়েছে। আমি যে পরিমাণ রাস্তার কাজ এনেছি, অন্য চারটা এলাকার এমপি মিলিয়ে সেটা আনতে পারেনি। আপনার আদায় করে নিতে হবে আমার কাছ থেকে।

নারায়ণগঞ্জের এ সংসদ সদস্য বলেন, হাতে সময় নেই, আপনাদের দ্রুত কাজ করতে হবে। যেহেতু নির্বাচন সামনে, সব এমপিরা এখন কাজের জন্য ঝাঁপিয়ে পড়বে। পার্লামেন্টে সবচেয়ে লম্বা আমি। আমার কাজ না দিয়ে কেউ কাজ নিতে পারবে না।

তিনি বলেন, মানুষের ওপর অত্যাচার হলে সেই উন্নয়ন করে লাভ নেই। মাদক, সন্ত্রাস, ইভটিজিং আমাদের রুখতে হবে। ওসিকে এমনভাবে কাজ করতে হবে যেন তার বিদায়ের সময় সবার চোখ দিয়ে পানি পড়ে। আমি চাই পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা। আল্লাহর হুকুম হলে এবং আপনারা একত্রে থাকলে চুরি, ডাকাতি, রাহাজানি বন্ধ থাকবে নিশ্চিত থাকেন। আপনাদের শুধু মাস দুই তিনেক ক্যাম্পেইন করতে হবে। আমাদের এসপি জেলা প্রশাসক ভাল মানুষ, আমরা টিম করে মিটিং করবো।

শামীম ওসমান বলেন, যখন ভালো কাজ শুরু করবেন তখন সাপোর্ট পাবেন। অনেকে আবার দেখবেন আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে বা নারায়ণগঞ্জের দুই একটা পত্রিকায় আপনাদের নিয়ে উল্টা-পাল্টা মন্তব্য লেখা হবে। এইটা আগেই মাথায় রেখে দিন। যখন ভালো কাজ করবেন তখনই আপনাদের বিরুদ্ধে খারাপ লেখা হবে। আপনি ভালো কাজ করবেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না।

‘মনে রাখবেন, আপনাদের ভাই শামীম ওসমান আপনাদের সাথে থাকবেন। কোনো ধাক্কা, ফুলের পাপড়িও আপনাদের উপর পড়তে দিবো না। আগে আমার গায়ে পড়বে তারপর আপনাদের গায়ে পড়বে। এইটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ।’

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ