স্বদেশ-বিদেশ এর চেয়ারম্যানের আহ্বান: মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নিন

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় অনলাইন পত্রিকা স্বদেশ-বিদেশ এর চেয়ারম্যান হাজী মো: জসিম উদ্দিন স্বাধীনতার মাস রক্তাক্ত “মার্চ”শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে বাংলার দামাল ছেলেরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আজ মার্চ মাসের শুরুতে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পত্রিকার চেয়ারম্যান বলেন, ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বাদ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের দক্ষ রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশকে শেখ হাসিনা বিশ্ব দরবারে একটি শক্তিশালী দেশ হিসেবে পরিচিত করে তুলেছেন। তিনি দেশের উন্নয়নের রোল মডেল হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।

প্রবাসী বাংলাদেশিদের প্রতি সম্মান দেখিয়ে জনাব জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখার ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য । দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠিয়ে এখনো দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন প্রবাস বান্ধব হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।
বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই এ কারণে যে, তিনি প্রবাসীদের কথা বিবেচনা করে ইতালিতে জমিসহ বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন ক্রয় করেছেন। রোমে এখন একখণ্ড বাংলাদেশ রয়েছে এই দূতাবাসকে ঘিরে। জনাব জসিম ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানসহ রোম দূতাবাসের কর্মকর্তাদের স্বাধীনতার মাসে শুভেচ্ছা জানান। বলেন, প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহায়তায় রোম দূতাবাস আগের চেয়ে অনেক স্বচ্ছ এবং দক্ষ। প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যার সমাধানেও দূতাবাস এগিয়ে আসবে বলে তার বিশ্বাস।

ইতালিসহ প্রবাসী বাংলাদেশীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে ইতালী আওয়ামী লীগের অন্যতম নেতা এবং স্বদেশ-বিদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশিদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। আগামী দিনে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলোর একটি দেশ হিসাবে এগিয়ে যাবে বলেও তিনি মনে করেন।

স্বদেশ-বিদেশ পত্রিকা মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। পত্রিকার সম্পাদক সাংবাদিক এবং কলাকুশলীদের স্বাধীনতার মাসে চেয়ারম্যান অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ